কলকাতায় হিন্দু সংহতির বিশাল সমাবেশ !!!


Indiapost24 Web Desk : আজ কলকাতার রাণী রাসমণি রোডে হিন্দু সংহতির ডাকে কয়েক হাজার 
মানুষ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ থেকে হাজির হন | হিন্দু সংহতির দশম পূর্তি উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হোয়েছিলো | 
                                  পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ , গরুপাচার , সীমান্ত জেলাগুলিতে জনসংখ্যা চিত্রের পরিবর্তন , লাভ জেহাদ , রাজ্যে ধর্মান্তকরণের প্রক্রিয়া , হিন্দু মহিলাদের উপর নির্যাতন সহ একাধিক ইস্যুতে সরব হন হিন্দু সংহতির সভাপতি তপন ঘোষ , দেবতনু ভট্টাচার্য , স্বামী তেজেশানন্দ , অবসরপ্রাপ্ত শীর্ষ সেনা আধিকারিক জিডি বক্সি সহ অনেকেই এদিনের সমাবেশে হিন্দুদের অভ্যন্তরে সংহতি গড়ে তোলার ডাক দেওয়ায় পাশে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রোধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন | আরএসএসের বিক্ষুদ্ধ অংশ হিন্দু সংহতির সমাবেশে লক্ষ্যণীয় জমায়েতের চিত্র ধরা পরেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment