অন্য ধারার অভিনয় করে চিরকালই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী সুন্দরী টাবু। বিভিন্ন নায়কের সঙ্গে একের পর এক জুটি বেধে কাজ করেছেন। পেয়েছেন দর্শকদের প্রশংসা ও ভালোবাসা।
তবে বলিউডের অবিবাহিত অভিনেত্রীদের মধ্যে বিয়ে প্রসঙ্গে প্রায়ই আলোচনায় আসেন ৪৬ বছর বয়সি টাবু। এখনো একা জীবনযাপন করছেন তিনি। তার এই একা জীবনের জন্য দায়ী করেছেন অভিনেতা অজয় দেবগন ও সামিরকে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে টাবু বলেন, ‘আমরা ২০ বছর ধরে একে অপরকে চিনি। সে ছিল আমার কাজিন সামিরের প্রতিবেশি ও তার ঘনিষ্ঠ বন্ধু। আমার বেড়ে ওঠার বছরগুলোর অংশ অজয়। আমি যখন তরুণী তখন সামির ও অজয় গুপ্তচরের মতো আমার পেছনে লেগে থাকত। কোনো ছেলে যদি আমার সঙ্গে কথা বলতে আসত তখন তাকে ওরা মারধর করত। আমার একা জীবনের জন্য ওরা দায়ী।’
তবে বলিউডের অবিবাহিত অভিনেত্রীদের মধ্যে বিয়ে প্রসঙ্গে প্রায়ই আলোচনায় আসেন ৪৬ বছর বয়সি টাবু। এখনো একা জীবনযাপন করছেন তিনি। তার এই একা জীবনের জন্য দায়ী করেছেন অভিনেতা অজয় দেবগন ও সামিরকে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে টাবু বলেন, ‘আমরা ২০ বছর ধরে একে অপরকে চিনি। সে ছিল আমার কাজিন সামিরের প্রতিবেশি ও তার ঘনিষ্ঠ বন্ধু। আমার বেড়ে ওঠার বছরগুলোর অংশ অজয়। আমি যখন তরুণী তখন সামির ও অজয় গুপ্তচরের মতো আমার পেছনে লেগে থাকত। কোনো ছেলে যদি আমার সঙ্গে কথা বলতে আসত তখন তাকে ওরা মারধর করত। আমার একা জীবনের জন্য ওরা দায়ী।’
0 comments:
Post a Comment