মোহাম্মদ আমিনুল হক : ইঁট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পঞ্চম শ্রেণীর ছাত্রী মাসফুরা খাতুন । বর্তমানে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা রত মাসফুরার শারীরিক অবস্থার ক্রমশ অবন্নতির কারণে তাকে কলকাতা রেফার করা হয় , এলাকায় ব্যাপক চাঞ্চল্য |
ঘটনা কে ঘিরে ক্ষিপ্ত ছাত্ররা ট্রাক্টর টি কে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
ঘটনাটি ঘটেছে কুমারপুর হাই স্কুলের সামনে,পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে বেলডাঙ্গা থানার পুলিশ। বিক্ষোভকারী ছাত্রদের দাবি " দীর্ঘ দিন ধরে এই রাস্তা দিয়ে গঙ্গার মাটি কেটে স্কুলের সামনের রাস্তা দিয়ে সবসময় মাটি বোঝায় ট্রাক্টর গুলো যাচ্ছে, এই ট্রাক্টরের সব্দে ও ধূলায় লোক জন রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না এমনকি আমরা স্কুলে ক্লাস পর্যন্ত করতে পারি না, এ বিষয়ে পুলিশ ও প্রশাসন কে, একাধিক বার জানালেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি যার করনে আজকের এই চরম দুর্ঘটনা টি ঘটলো। এই দূর্ঘটনার জন্য দায়ী প্রশাসন, প্রশাসনিক আধিকারিকরা এসে এর ব্যবস্থা গ্রহণ করুক তা না হলে আমরা আন্দোলণকে তীব্ৰ থেকে তীব্রতর জায়গায় নিয়ে যাবো ।”
0 comments:
Post a Comment