Md. Aminul , Murshidabaad : বেলডাঙ্গাতে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত দুজন শিশু আহত পাঁচ । পাঁচজনকেই আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হোয়েছে | ঘটনাটি ঘটে টুকটুক করে বেলডাঙ্গা থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাক্টারের সঙ্গে সামনাসামনি সংঘর্ষে বেলডাঙ্গা আমতলা রোডে চিড়িভিজা ভাটার সামনে। সঙ্গে ছিলো একই পরিবারের ছয় জন সদস্য। অভিযুক্ত ট্রাক্টর চালক পলাতক | স্থানীয় সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানালেও কোন কাজ হয়নি | অভিযোগ যে ঠিকাদার এই রাস্তা সারাবার দায়িত্বে আছেন তিঁনি রাস্তা সারাবার আগেই রাস্তা খুঁড়ে চলে গেছে | এরফলে ঐ জায়গা দিয়ে যাতায়াত কারী বহু মানুষই দুর্ঘটনার স্বীকার হচ্ছে | দুদিন আগেও এই রাস্তাতে একটা মোটরসাইকেল এক্সিডেন্ট হোয়েছিলো | কিন্তু প্রশাসন কোন এক অজানা কারণে নিঃশ্চুপ |
বেলডাঙ্গাতে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা !!!
Md. Aminul , Murshidabaad : বেলডাঙ্গাতে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত দুজন শিশু আহত পাঁচ । পাঁচজনকেই আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হোয়েছে | ঘটনাটি ঘটে টুকটুক করে বেলডাঙ্গা থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাক্টারের সঙ্গে সামনাসামনি সংঘর্ষে বেলডাঙ্গা আমতলা রোডে চিড়িভিজা ভাটার সামনে। সঙ্গে ছিলো একই পরিবারের ছয় জন সদস্য। অভিযুক্ত ট্রাক্টর চালক পলাতক | স্থানীয় সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানালেও কোন কাজ হয়নি | অভিযোগ যে ঠিকাদার এই রাস্তা সারাবার দায়িত্বে আছেন তিঁনি রাস্তা সারাবার আগেই রাস্তা খুঁড়ে চলে গেছে | এরফলে ঐ জায়গা দিয়ে যাতায়াত কারী বহু মানুষই দুর্ঘটনার স্বীকার হচ্ছে | দুদিন আগেও এই রাস্তাতে একটা মোটরসাইকেল এক্সিডেন্ট হোয়েছিলো | কিন্তু প্রশাসন কোন এক অজানা কারণে নিঃশ্চুপ |
0 comments:
Post a Comment