Indiapost24 Web Desk : দক্ষিণ কলকাতার শেক্সপিয়ার সরণির একটি বেসরকারি ব্যাংকের এটিএম থেকে বেরোলো 100 টাকার নকল নোট।কারুর বৈশ্য ব্যাংকের এটিএম এ আজ সকালে টাকা তুলতে যান সুনিতা সিং নামে এক মহিলা।
তিনি ব্যাংকের এটিএম থেকে 3000 টাকা তোলেন। একটি 2000 টাকার নোট বেরোয় বাকি হাজার টাকা বেরোয় 100 টাকার নোটে। এর মধ্যে ছিল একটি নকল নোট বলে গ্রাহক সুনিতা সিং এর দাবি। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
কারুর বৈশ্য ব্যাঙ্ক কর্তারা এ নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বেসরকারি ব্যাংকের এটিএম থেকে জাল নোট বেরিয়ে আসার ঘটনায় ওই ব্যাংকের গ্রাহকদের মধ্যেও যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।
0 comments:
Post a Comment