পেরিয়ারের মূর্তি ভেঙ্গে গ্রেফতার আধা সেনার জওয়ান !!!!


NNS : আবার তামিলনাড়ুতে দ্রাবিড়  আন্দোলনের জনক রামস্বামী পেরিয়ার এর মূর্তি ভেঙে ফেলা হলো। তামিলনাড়ুর  কুডুপোট্রাইয়ে রামস্বামী পেরিয়ার এর মূর্তি মাথা ভেঙে ফেলা হয়।
এ নিয়ে তীব্র উত্তেজনা ও তৈরি হয়।নিন্দায় মুখর হন ডি এম কে ,কংগ্রেস ,সি পি এম সহ বিভিন্ন রাজনৈতিক দল পেরিয়ার এর মুক্তির মুণ্ডচ্ছেদের ঘটনায় কেন্দ্রিয় আধা সেনা সি আর পি এফের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 জানা গেছে যে, ঐ জাওয়ান  মদ্যপ অবস্থায় পেরিয়ার এর মূর্তি ভাঙে। ধৃত জওয়ান  কে জিজ্ঞাসাবাদ করা চলছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment