মরা মুরগির মাংস বিক্রি রুখতে কোচবিহারে অভিযান !!!


Indiapost24 Web Desk : উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় মরা মুরগির মাংস বিভিন্ন হোটেলে সরবরাহের খবর প্রকাশ্যে আসার পর এবার সক্রিয় হল তৃনমূল কংগ্রেস শাসিত কুচবিহার পুরসভা | কুচবিহারের বিভিন্ন বাজার ও হোটেলে অভিযান চালায় কুচবিহার পুরসভা ফুড ও স্যানিটারি বিভাগ | 

কাটা মুরগির মাংস সংরক্ষন করে রাখা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে | অভিযোগ উঠেছে যে , কুচবিহার শহরের বাজারগুলিতে আগে থেকে কেটে রাখা মাংস বিক্রি করা হচ্ছে | সেই মুরগির মাংস বিভিন্ন হোটেলে সরবরাহ করা হত | বাদুড়িয়ার ঘটনা প্রকাশ্যে আশার পরই কুচবিহার পুরসভা মরা মুরগির মাংস বিক্রীতে বাঁধা দিতে অভিযান শুরু করে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment