Indiapost24 Web Desk:ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে আজ নহাজারিতে বিষ্ণুপুর ২ নম্বর ব্লক তৃনমূল কংগ্ৰেসের উদ্যোগে ৭০ টি বুথ নিয়ে ৬৩ নম্বর জেলা পরিষদের বাখরাহাট , কাঙ্গনবেরিয়া , খাগড়ামুড়ি , ও নহাজারী এই চারটি অঞ্চলের প্রায় ১৫০০ কর্মি সমর্থক দের নিয়ে এক কর্মি সভা অনুষ্টিত হয় |
বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব সভাপতি শওকত মল্ল বলেন সংগঠনকে মজবুত করতে হবে , মানুষে মানুষে কাঁধ মিলিয়ে চলতে হবে , নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব রাখবেন না , ভুল বুঝাবুঝি থাকলে জেলার ও রাজ্যের বর্ষীয়াণ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে সমাধান করতে হবে |
অভিষেক ব্যানার্জীর নির্দেশ গুলিকে সামনে রেখে ও মমতা ব্যানার্জীর নীতি ও আদর্শকে পাথেয় করে ডায়মন্ডহারবার এ দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পদক নব কুমার বেতাল বলেন প্রতিটা বুথে যে পরিকল্পণা চিত্রিত করা হয়েছে ,মমতা ব্যানার্জীর যে সব প্রকল্প গুলি আছে সেই প্রকল্পগুলো প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বাড়ীতে বাড়ীতে গিয়ে যেন আলোচিত হয় | কারণ সিপিএম,বিজেপি ,তৃণমূল যে যে দলই করুক না , এঁনারা সবাই মুখ্যমন্ত্রীর কোন না কোন প্রকল্পের আওতাভুক্ত | ফলে তাঁরা এবার কেন তৃণমূলে ভোট দেবে না ? এইভাবে উন্নয়ন কে সামনে রেখে ও কেন্দ্রের জন-বিরোধী নীতিগুলির সমালোচনা করে গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক লড়াই করে বিরোধী শূন্য করতে হবে ডায়মন্ড হারবার সহ গোটা পশ্চিমবঙ্গকে | এই ভাবে বক্তব্য রেখে কর্মী সমর্থকদের উৎসাহিত করেন জেলার দুই যুব নেতা l
বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব সভাপতি শওকত মল্ল বলেন সংগঠনকে মজবুত করতে হবে , মানুষে মানুষে কাঁধ মিলিয়ে চলতে হবে , নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব রাখবেন না , ভুল বুঝাবুঝি থাকলে জেলার ও রাজ্যের বর্ষীয়াণ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে সমাধান করতে হবে |
অভিষেক ব্যানার্জীর নির্দেশ গুলিকে সামনে রেখে ও মমতা ব্যানার্জীর নীতি ও আদর্শকে পাথেয় করে ডায়মন্ডহারবার এ দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পদক নব কুমার বেতাল বলেন প্রতিটা বুথে যে পরিকল্পণা চিত্রিত করা হয়েছে ,মমতা ব্যানার্জীর যে সব প্রকল্প গুলি আছে সেই প্রকল্পগুলো প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বাড়ীতে বাড়ীতে গিয়ে যেন আলোচিত হয় | কারণ সিপিএম,বিজেপি ,তৃণমূল যে যে দলই করুক না , এঁনারা সবাই মুখ্যমন্ত্রীর কোন না কোন প্রকল্পের আওতাভুক্ত | ফলে তাঁরা এবার কেন তৃণমূলে ভোট দেবে না ? এইভাবে উন্নয়ন কে সামনে রেখে ও কেন্দ্রের জন-বিরোধী নীতিগুলির সমালোচনা করে গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক লড়াই করে বিরোধী শূন্য করতে হবে ডায়মন্ড হারবার সহ গোটা পশ্চিমবঙ্গকে | এই ভাবে বক্তব্য রেখে কর্মী সমর্থকদের উৎসাহিত করেন জেলার দুই যুব নেতা l
0 comments:
Post a Comment