NNS : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টি আর এস প্রধানক চন্দ্রশেখর রাও কংগ্রেসকে বাদ দিয়ে দেশেজুড়ে তৃতীয় রাজনৈতিক জোটের জন্য এখন তৎপর | বিরোধি শিবিরেরই একাংশ তাঁকে কেন্দ্রের শাসক দল বিজেপির গোপন বন্ধু বলে কটাক্ষ করা শুরু করেছেন |এদিকে কংগ্রেসকে প্রবল আক্রমণ করে চন্দ্রশেখর রাও বলেছেন যে , রাজনৈতিক স্বার্থেই জহরলাল নেহেরু অন্ধ্রপ্রদেশের সঙ্গে তেলেঙ্গানাকে যুক্ত করেছিলেন |১৯৫৬ সাল থেকে তেলেঙ্গানার ক্ষতির কারন কংগ্রেস |তাঁর দাবি কংগ্রেসই তেলেঙ্গানার একমাত্র ভিলেন |
কংগ্রেসকেই আক্রমণ চন্দ্রশেখর রাওয়ের !!!
NNS : তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টি আর এস প্রধানক চন্দ্রশেখর রাও কংগ্রেসকে বাদ দিয়ে দেশেজুড়ে তৃতীয় রাজনৈতিক জোটের জন্য এখন তৎপর | বিরোধি শিবিরেরই একাংশ তাঁকে কেন্দ্রের শাসক দল বিজেপির গোপন বন্ধু বলে কটাক্ষ করা শুরু করেছেন |এদিকে কংগ্রেসকে প্রবল আক্রমণ করে চন্দ্রশেখর রাও বলেছেন যে , রাজনৈতিক স্বার্থেই জহরলাল নেহেরু অন্ধ্রপ্রদেশের সঙ্গে তেলেঙ্গানাকে যুক্ত করেছিলেন |১৯৫৬ সাল থেকে তেলেঙ্গানার ক্ষতির কারন কংগ্রেস |তাঁর দাবি কংগ্রেসই তেলেঙ্গানার একমাত্র ভিলেন |
0 comments:
Post a Comment