Indiapost24 Web Desk : বিশেষ সূত্রের খবর অনুযায়ী দিন সাতেক আগে তৃনমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর অফিসে গিয়ে প্ৰাথমিক ভাবে সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভনদেব চ্যাটার্জী | যদিও দল থেকে বিশেষ ভাবে কিছু জানান হয়নি | তবে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্যণীয় যে কিছুদিন আগে তাঁর নিরাপত্তা জেড প্লাস থেকে জেড ক্যাটাগরি করে দেওয়া হয় |
এতেই নাকি খুব কষ্ট পেয়েছিলেন মেয়র শোভন দেব চট্টোপাধ্যায় | প্রশ্ন উঠছে পর্যবেক্ষক মহলে হঠাৎ তাঁর এরকম সিদ্ধান্তের পিছনে কারণ কি ? সেক্ষেত্রেও সূত্রের খবর বলছে নেত্রীর কাছে গিয়ে নাকি শোভন বাবুর নামে বিস্তর নালিশ করেন তাঁর স্ত্রী রত্না চ্যাটার্জী | বিভিন্নভাবে অভিযোগ করেন তাঁর নাকি একাধিক মহিলার সঙ্গে আছে শারিরীক সম্পর্ক | এছারাও মানসিক ও শারিরিক ভাবে তিঁনি তাঁর স্ত্রীর ওপর অত্যাচার করেন | আর এই ঘটনার আগেই বিবাহ বিচ্ছেদের মামলা করেন শোভন বাবু |
মুখ্যমন্ত্রীর কাছে রত্না দেবীর অভিযোগ করার পর পর্ণশ্রী থানায় তাঁর এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে এফআইআর করে শোভন বাবু | অভিযোগ ছিল রত্না দেবী তাঁর কাছে এসে মারধর করেছে | যে ব্যাক্তি দলের প্রাথমিক সদস্য পদ ছেড়েছে বলে খবর সে ব্যাক্তি এবার কি করবেন ? অন্য দলে যোগ দেবেন ? সূত্র কিন্তু তাই বলছে | আবার শোনা যাচ্ছে মুকুল রায় বিজেপিতে গেছেন , তিঁনি বরাবর দাবি করেছেন অনেক নেতা মন্ত্রি তাঁর দিকে পা বাড়িয়ে , তবে কি বর্তমানে মেয়র শোভন বাবুও মুকুল রায়ের অনুগামী হবেন ? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে |
0 comments:
Post a Comment