অসুস্থ সোমেন মিত্র ভর্তি এইমসে !!!


NNS NewDelhi : পশ্চিমবঙ্গের বর্ষিয়ান  কংগ্রেস নেতা, প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এর প্রাক্তন সভাপতি সোমেন মিত্র গুরুতর অসুস্থ অবস্থায় নয়াদিল্লির এইমসে ভর্তি হয়েছেন। তার বুকে জল জমেছে চিকিৎসকরা জানিয়েছেন এখন তিনি স্থিতিশীল।
তার অসুস্থতার খবর পেয়ে আব্দুল মান্নান, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচারিয়া  সহ কংগ্রেস নেতারা তার খোঁজ নেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও সোমেন মিত্রের স্বাস্থ্যের খবর নিয়েছেন। তার অসুস্থতার খবরে কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment