সুন্দরবনে অস্ত্র সহ গ্রেপ্তার চারজন বাংলাদেশী জলদস্যু !!!

Indiapost24 Web Desk : আজ খুব ভোরে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের চার নম্বর জঙ্গল থেকে অস্ত্র সহ চারজন বাংলাদেশী জলদস্যুকে গ্রেপ্তার করে পুলিশ | তাদের কাছ থেকে সাতটি বন্দুক , ও বহু গুলি উদ্ধার করা হয়েছে | গোপন সূত্রে খবর পেয়ে পিরখালী ৪ নম্বর জঙ্গলে গোসাবা থানা , বারুইপুর থানা ও সুন্দরবন কোস্টাল থানার পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালায় | 

প্ৰথমে বাংলাদেশী জলদস্যুরা গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ | কিছুক্ষণ সশস্ত্র লড়াই হওয়ার পর চার বাংলাদেশী দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তারে সমর্থ হলেও , বাকিরা পালিয়ে যায় | সুন্দরবনের মৎসজীবীদের নৌকা লুঠের জন্য এরা জড়ো হয়েছিল বলে মনে করা হচ্ছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment