দলাই লামার সঙ্গে দূরত্ব পরিকল্পণা বিদেশমন্ত্রকের


NNS : মোদি সরকারের আমলে ভারত সরকারের  চিরাচরিত তিব্বত  নীতি পরিবর্তন হতে চলেছে বলে ব্যাপক জল্পনা রাজনৈতিক ও কূটনৈতিক মহলে |  তিব্বতের   সঙ্গে  সাক্ষতা   রাখতে গিয়ে চিনের সঙ্গে  শত্রুতা  চাইছেন না মোদি সরকারের কর্তারা | তাই আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দলাই লামা সহ ভারতে রাজনৈতিক  আশ্রয়  পাওয়া তিব্বতী নেতাদের যে সব অনুষ্ঠান রয়েছে তা থেকে সরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি আমলা , আধিকারিক নেতা ও মন্ত্রিদের | 
মার্চের  শেষ ও এপ্রিলের  শুরুতে দলাই লামার তিব্বত  থেকে ভারতে আসার ৬০ বছর পূর্ণ  হতে চলেছে | রাজনৈতিক মহল মনে করছেন যে নরেন্দ্র মোদি সরকার চিনকে  শান্ত করতে দেশের  দীর্ঘকালের পরিকল্পণা সংক্রান্ত নীতি থেকে সরে আসতে চলেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment