Indiapost24 Web Desk : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশ হেরোইনের উপাদান সহ ২ জনকে গ্রেপ্তার করেছে | কোডাইন মিক্সচার হেরোইন তৈরিতে ব্যাবহার করা হয়ে থাকে | গতকাল ২ জনকে মিনি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে | ধৃতরা হল বাদশা শেখ , ও বরকত আলি |
জানা গেছে যে ধৃতদের বাড়ী লালগোলা থানা এলাকায় | তারা বাংলাদেশে সীমান্তপার গরুপাচারের সঙ্গে জড়িত | এদিকে স্থাণীয় মানুষের বক্তব্য যে , পুলিশের একাংশ ও রাজনৈতিক দলের নেতাদের একাংশের মদতে সীমান্তজেলা মুর্শিদাবাদে হিরোইনের কারবার চলছে | আরও বড় চক্র এতে জড়িত বলে তাদের দাবী |
0 comments:
Post a Comment