Indiapost24 Web Desk : আজ 14 ই মার্চ। তৎকালীন বাম সরকার কেমিক্যাল হাব তৈরীর জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে। জমি দিতে নারাজ গ্রামবাসীদের ওপর 2007 সালের 14 মার্চ চলে গুলি ।
সরকারি হিসাব মারা যান 14 জন, নিখোঁজ হন বহু মানুষ। ক্ষমতায় আসার পর প্রতি বছর ওই দিনটিকে 'কৃষক দিবস' হিসেবে পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক রতন সম্মান ও প্রদান করেন।
আজ ও তিনি ফেসবুক ও টুইটারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি লিখেছেন, '11 বৎসর আগে আজ নন্দীগ্রামে গুলি চলেছিল। বাম আমলে বাংলার বিভিন্ন প্রান্তে নিহত সকল শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। আমাদের সরকার 14 ই মার্চ দিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করে। দেওয়া হয় কৃষকরত্ন পুরষ্কারও।'
সরকারি হিসাব মারা যান 14 জন, নিখোঁজ হন বহু মানুষ। ক্ষমতায় আসার পর প্রতি বছর ওই দিনটিকে 'কৃষক দিবস' হিসেবে পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক রতন সম্মান ও প্রদান করেন।
আজ ও তিনি ফেসবুক ও টুইটারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি লিখেছেন, '11 বৎসর আগে আজ নন্দীগ্রামে গুলি চলেছিল। বাম আমলে বাংলার বিভিন্ন প্রান্তে নিহত সকল শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। আমাদের সরকার 14 ই মার্চ দিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করে। দেওয়া হয় কৃষকরত্ন পুরষ্কারও।'
0 comments:
Post a Comment