কৃষক দিবসে শহীদ তর্পণ মুখ্য মন্ত্রীর !!!

Indiapost24 Web Desk : আজ 14 ই মার্চ। তৎকালীন বাম সরকার কেমিক্যাল হাব  তৈরীর জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে। জমি দিতে নারাজ গ্রামবাসীদের ওপর 2007 সালের 14 মার্চ চলে গুলি  ।
সরকারি হিসাব মারা যান  14 জন, নিখোঁজ হন বহু মানুষ। ক্ষমতায় আসার পর প্রতি বছর ওই দিনটিকে 'কৃষক দিবস' হিসেবে পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক রতন সম্মান ও প্রদান করেন।

 আজ ও তিনি ফেসবুক ও টুইটারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি লিখেছেন, '11 বৎসর আগে আজ নন্দীগ্রামে গুলি চলেছিল। বাম আমলে বাংলার বিভিন্ন প্রান্তে নিহত সকল শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। আমাদের সরকার 14 ই মার্চ দিনটিকে কৃষক দিবস হিসেবে পালন করে। দেওয়া হয় কৃষকরত্ন পুরষ্কারও।'
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment