Indiapost24 Web Desk : কর্মসংস্থানের কথা মাথায় রেখেই রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর আগামী দিনের ডিজিটাল মার্কেটিং কোর্স এর উপর জোর দিতে চাইছে। তথ্যপ্রযুক্তি দপ্তর এর জন্য একটি কনসেপ্ট নোট তৈরি করছে। আজকাল বেশিরভাগ ব্যবসাই অনলাইন মাধ্যম ব্যবহার করেন মার্কেটিং এর জন্য ।
তাই এই বিষয়ে কোর্স করলে বাংলার ছেলে মেয়েদের কাজের সুযোগ বাড়বে।এই ভাবনা থেকেই ডিজিটাল মার্কেটিং এর উদ্যোগ রাজ্যের। প্রসঙ্গত, রাজ্যের তরফে ওয়েবেল রাজ্যজুড়ে তাদের একশটি ইউনিটে স্টার্ট আপ সংক্রান্ত ওয়ার্ক শপ আয়োজন করেছে।
আগামী ত্রৈমাসিকের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করেছে তারা। 16 ই মার্চ সাইবার সিকিউরিটি ওপর কর্মশালা হবে, 13 ই এপ্রিল হবে ব্লক চেনের উপর। মে মাসের 18 তারিখ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপর কর্মশালা হবে।
0 comments:
Post a Comment