পাকিস্থানে রাম নবমী পালন উৎসবে মাতলো হিন্দুরা !!!


NNS : পাকিস্থানের করাচি শহরে হিন্দুদের পবিত্র প্রাচীন মন্দির স্বামী নারায়ণ মন্দিরে হিন্দুরা রামনবমী উৎসবে মেতে ওঠেন | সেখানে জয় শ্রী রাম ধ্বনি উচ্চারিত হয় | পাকিস্থানে সিন্ধুপ্রদেশের রাজধানী তথা পাকিস্থানের অর্থনৈতিক রাজধানী কাম বন্দরনগরী করাচিতেই বিখ্যাত স্বামী নারায়ণ মন্দির |  

এখানেই রামনবমী উৎসব উপলক্ষ্যে শুধু সিন্ধুপ্রদেশেই নয় , পাকিস্থানের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা উৎসবে যোগ দিতে এখানে আসেন বলেই পাক গণমাধ্যমের খবরে বলা হয়েছে | স্বামী নারায়ণ মন্দির সাজান হয় | দেড়শো বছরের পুরনো মন্দিরে ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা করেছে পাক প্রশাসন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment