Sujit Ghosh : আজ গার্ডেনরিচ উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী | এই উড়ালপুল তৈরিতে খরচ হয়েছে ৩৩৯ কোটি ২২ লক্ষ্য টাকা | এই পুরো টাকাটাই দিয়েছে রাজ্য সরকার | উড়ালপুলটি তৈরি করেছে কেএমডিএ | রামনগরের ব্রুকলেন থেকে উঠে মাঝেরহাটে নামছে এই উড়ালপুলটি | অপর একটি লেন রিমাউন্ট রোডের দিকে নামবে | এই উড়ালপুলের কাজ শুরু হয় ২০১৪ সালে | এর ফলে গার্ডেনরিচ ও সংলগ্ন মানুষের প্রভূত উপকার হবে | এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেনঃ ' এই উড়ালপুল মানুষকে তাঁদের গন্তব্যস্থলে অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে এবং ' সেফ ড্রাইভ , সেফ লাইফ ' উদ্যোগকে বাস্তবায়িত করবে |
গার্ডেনরিচ উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী !!!
Sujit Ghosh : আজ গার্ডেনরিচ উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী | এই উড়ালপুল তৈরিতে খরচ হয়েছে ৩৩৯ কোটি ২২ লক্ষ্য টাকা | এই পুরো টাকাটাই দিয়েছে রাজ্য সরকার | উড়ালপুলটি তৈরি করেছে কেএমডিএ | রামনগরের ব্রুকলেন থেকে উঠে মাঝেরহাটে নামছে এই উড়ালপুলটি | অপর একটি লেন রিমাউন্ট রোডের দিকে নামবে | এই উড়ালপুলের কাজ শুরু হয় ২০১৪ সালে | এর ফলে গার্ডেনরিচ ও সংলগ্ন মানুষের প্রভূত উপকার হবে | এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেনঃ ' এই উড়ালপুল মানুষকে তাঁদের গন্তব্যস্থলে অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে এবং ' সেফ ড্রাইভ , সেফ লাইফ ' উদ্যোগকে বাস্তবায়িত করবে |
0 comments:
Post a Comment