NNS : পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ পদ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। প্রায় 5 মাস তিনি বিজেপিতে যোগ দিলেও এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সাব কমিটির আহ্বায়ক হওয়া ছাড়া তিনি কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি।
মুকুল রায়ের মতো নেতা বিজেপিতে এখনো পদ না পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। যদিও মুকুলপন্থীরা আগে দাবি করেছিলেন যে, তাকে নাকি ভিন রাজ্য থেকে রাজসভায় সাংসদ করবে বিজেপি, এমনকি কেন্দ্রে মন্ত্রী করার জল্পনাও ছড়িয়েছিলেন মুকুল পন্থীরা।
কিন্তু রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পর্ব সারা হওয়ার পর রাজনৈতিক মহল মনে করছেন যে, বিজেপি নেতৃত্বর কাছে এখনো মুকুল রায়কে রাজনৈতিক ও সাংগঠনিক পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে।
0 comments:
Post a Comment