এযাবৎ কাল পর্যন্ত বলিউডের রিমেক ছবিগুলির মধ্যে অন্যতম ছবি হলো 'ডন'। আর এবার সিনেমার বড় পর্দা কাঁপাতে আবারো আসছে 'ডন-৩'।এবার ‘ডন-৩’ নিয়ে আসতে চলেছে এক্সেল এন্টারটেনমেন্ট। ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির যৌথ প্রযোজনায় ডন সিরিজের তৃতীয় ছবি মুক্তি পেতে চলেছে বলেই মনে করছে বলিউডের একাংশ।
তবে, শাহরুখের বিপরীতে কে আছেন, তা এখনো জানা যায়নি। বলিউড সূত্রের খবর, এ ছবিতে নতুন একজন নায়িকাই প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।বলিউডে গুঞ্জন, ‘ডন ৩’-এ প্রিয়াঙ্কা চোপড়ার বদলে আসছেন দীপিকা পাডুকোন। বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা ট্যুইটারে লেখেন, শাহরুখ খানের 'ডন ৩'র কাজ আগামী বছর শুরু হবে। ছবিটির বেশির ভাগ অংশ দুবাই ও আবুধাবিতে শুটিং হবে। ছবিটিতে শাহরুখের বিপরীতে নতুন কোনো মুখ দেখা যাবে। সবার অপেক্ষা এখন 'ডন ৩'র জন্য।
তবে, শাহরুখের বিপরীতে কে আছেন, তা এখনো জানা যায়নি। বলিউড সূত্রের খবর, এ ছবিতে নতুন একজন নায়িকাই প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।বলিউডে গুঞ্জন, ‘ডন ৩’-এ প্রিয়াঙ্কা চোপড়ার বদলে আসছেন দীপিকা পাডুকোন। বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা ট্যুইটারে লেখেন, শাহরুখ খানের 'ডন ৩'র কাজ আগামী বছর শুরু হবে। ছবিটির বেশির ভাগ অংশ দুবাই ও আবুধাবিতে শুটিং হবে। ছবিটিতে শাহরুখের বিপরীতে নতুন কোনো মুখ দেখা যাবে। সবার অপেক্ষা এখন 'ডন ৩'র জন্য।
0 comments:
Post a Comment