বিরোধী জোটকে কটাক্ষ যোগী আদিত্যনাথের !!!


NNS : উত্তরপ্রদেশের সন্ন্যাসী মুখ্যমন্ত্রী তথা হিন্দুত্বের অন্যতম মুখ যোগী আদিত্যনাথ বিরোধীদের কটাক্ষ করে বলেছেন যে, তারা জোট বেঁধেও  2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে পারবেন না। নরেন্দ্র মোদি আবার দেশের প্রধানমন্ত্রী হবেন।
গোরক্ষপুরে লোকসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী পিছিয়ে থাকার পরও তিনি দমে যাননি। যোগী আদিত্যনাথ বলেছেন যে, অখিলেশ যাদব - মায়াবতী একজোট হলেও তারা বিজেপিকে হারাতে পারবেন না।

 জেহানাবাদ  বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল প্রার্থী ও ভাবুয়া  বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিকটতম কংগ্রেস প্রার্থী কে হারিয়ে বিজেপি প্রার্থী পিংকি পান্ডে জয়ী হয়েছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment