সাম্প্রদায়িক মৈত্রী ও সম্প্রীতি বজায় রাখার আবেদনকরলেন সৌমিক হোসেন !!!

Mostak Ahamed : ডোমকল পৌরসভার পৌরপিতা তথা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ রাজ্য সম্পদক সৌমিক হোসেনের উদ্যোগে বহরমপুর শহর নৃত্যকলা কেন্দ্রের ব্যাবস্থাপনায় সমপন্ন  হল এক রঙ্গীন বসন্ত ও হোলি উৎসব আর এই অনুষ্টানে  উপস্থিত ছিলেন বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী|
শান্তিতে দোল উৎসব পালনে  আবেদন 
করলেন ডোমকল পৌরপিতা  সৌমিক হাসেন.. এইভাবে শান্তিতে দোল উৎসব পালনের পাশাপাশি সাম্প্রদায়িক মৈত্রী ও সম্প্রতি বজায় রাখার আবেদন ও জানিয়েছেন | টলিউডের  খ্যাতনামা পরিচালক রাজ্ চক্রবর্তী বলেন  পশ্চিমবঙ্গের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতির মিলন মেলা দোল উৎসবে সর্বশ্রেণীর মানুষ অংশ নিয়েছেন দেখে খুবই আনন্দ লাগছে  |


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment