সামি কাণ্ডে তদন্তে বোর্ডের সাহায্য চাইলো কলকাতা পুলিশ !!!


Indiapost24 Web Desk : ভারতীয় ক্রিকেট বোর্ডের তারকা মহম্মদ সামির বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিনা জাহানের একাধিক গুরুত্বপুর্ণ অভিযোগের প্রেক্ষিতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিল কলকাতা পুলিশ | ঐ চিঠিতে আবেদন করা হয়েছে যে , দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ক্রিকেটাররা কখন কি করেছেন তার পুঙ্খানুপুঙ্খ তথ্য যেন দেওয়া হয় | আজ কলকাতা পুলিশের পক্ষ থেকে গোটা দলের সফর বৃত্তান্ত চেয়ে পাঠানো হয়েছে | বিশেষ করে মহম্মদ সামি আফ্রিকা সফরে গিয়ে কখন , কোথায় কি করেছেন , তাঁর একটা পূর্ণ বিবরণ চেয়ে পাঠানো হয়েছে | পাশাপাশি এও জানতে চাওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময় মহম্মদ সামি একই বিমানে ফিরেছিলেন নাকি তিঁনি অন্য বিমানে এসেছিলেন |
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে মহম্মদ সামি আদৌ গোটা দলের সঙ্গে দুবাই গিয়েছিলেন নাকি তিঁনি নিজের পয়সায় গিয়েছিলেন ? সেই সঙ্গে এও প্রশ্ন করা হয়েছে যে  দুবাইয়ে সামি কতদিন ছিলেন ? আপাতত বিসিসিআইয়ের উত্তরের অপেক্ষায় রয়েছে কলকাতা পুলিশ | এই তথ্য হাতে এলে তদন্তের যে অনেকটা সুবিধে হবে তাও জানিয়েছেন পুলিশের কর্তারা | এদিকে পর্যবেক্ষক মহল মনে করছেন যে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মহম্মদ সামির গ্রেপ্তার এখন সময়ের অপেক্ষা মাত্র | তাঁর ক্রিকেট জীবনেও এই ঘটনা যে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে সে বিষয়ে একমত পর্যবেক্ষক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment