NNS : প্রথম বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব মহম্মদ সামির পক্ষ্যে দাঁড়ালেও আইনত দিক দিয়ে মহম্মদ সামির পরিস্থিতি আরও বিপাকে বলেই খবর | সামির স্ত্রী হাসিন জাহান কলকাতা পুলিশের কাছে এবার তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন | গতকাল নিজের আইনজিবী জাকির হুসেনকে নিয়ে লালবাজারে যান সামির স্ত্রী হাসিন |
কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম তথা গোয়েন্দা প্রধানের সঙ্গে আধঘন্টা কথা বলেন | হাসিনার আইনজিবী জানিয়েছেন পুলিশকে সব অভিযোগ প্রমাণ সহ জানিয়েছেন | এবার সামনে এসেছে তাঁরা কি কি অভিযোগ করেছেন | প্রথম থেকেই হাসিন তাঁর স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ জানিয়ে এসেছেন | এবার এর চেয়েও বিষ্ফোরক অভিযোগ করেছেন তিঁনি | তিঁনি জানিয়েছেন ডিসেম্বর মাসে তিঁনি যখন উত্তরপ্রদেশে শ্বশুড় বাড়ীতে গিয়েছিলেন তখন তাঁর ভাসুর অর্থাৎ সামির দাদা হাসিব আহমেদ তাঁকে ধর্ষণের চেষ্টা করেন | যাতে মদত ছিল মহম্মদ সামিরও | এর আগে সামি নাকি তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে মারারও চেষ্টা করেছিলেন | সব মিলিয়ে তিনটি অভিযোগই অত্যন্ত মারাত্মক | তিনটি অভিযোগই জামিন অযোগ্য |
৩৭৬ ধারায় ধর্ষনের অভিযোগ , ৩২৮ ধারায় ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা , ও ৪৯৮ এ ধারায় পরিবারিক হিংসার মামলা দায়ের হয়েছে | ফলে এখন যা পরিস্থিতি তাতে সামির গ্রেপ্তার হওয়ার সম্ভবনা প্রবল | এদিকে মহম্মদ সামি হাসিন জাহানের সব অভিযোগ ভিত্তিহীন ও
ষড়যন্ত্রমূলক বলে পাল্টা বিবৃতি দিয়েছেন | ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এ ব্যাপারে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন বলেও সূত্রের খবর |
0 comments:
Post a Comment