Indiapost24 Web Desk : সুন্দরবন অঞ্চলের সমস্ত পাখিদের সচিত্র বিবরণ সংকলিত একটা বই প্রকাশ করতে চলেছে রাজ্য বন দপ্তর | রাজ্য সরকারের তরফে এরকম উদ্যোগ এই প্রথম | রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিশ্ব বিখ্যাত সুন্দরবন |
কিন্তু এই ম্যানগ্রোভ বনে যে লুকিয়ে আছে নানা প্রজাতির পাখির সম্ভার , তা দেশী ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরতেই এই বই প্রকাশিত করা হচ্ছে বলে জানান বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন.. তিঁনি আরও বলেন এই উদ্যোগের ফলে সুন্দরবন সম্বন্ধে পর্যটকদের অনেকটাই ধারণা বদলাবে |
বন দপ্তরের আধিকারিকরা এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই কাজ করছে | কোন অঞ্চলে কোন পাখিরা আসে তা চিনিয়ে দিতে সাহায্য করছেন স্থাণীয় মানুষরা | সুমিত সেন , দেশের অন্যতম সেরা পক্ষীবিদ পাখিদের ছবি তুলেছেন বইটির জন্য | খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে | সুন্দরবনে অনুষ্ঠিত হতে চলা বন বান্ধব মেলায় এই বইটার প্রকাশ হবে বলে জানান মন্ত্রী |
0 comments:
Post a Comment