তারকেশ্বর মন্দির সংষ্কারের পরিকল্পণা রাজ্য সরকারের !!!


 
Indiapost24 Web Desk : হুগলি জেলার বিখ্যাত তারকেশ্বর মন্দির ও মন্দির সংষ্কারের মাষ্টার প্ল্যান তৈরি করলো রাজ্য সরকার | সারাবছরই এই মন্দিরে অসংখ্য ভক্তের 
সমাগম হয় | শুধু রাজ্যের পূর্ণার্থীরাই নয় , দেশ বিদেশের বহু পুর্ণার্থী ও পর্যটক এখানে আসেন | এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বও আছে | তাই এই সংষ্কারের উদ্যোগ সাধুবাদ যোগ্য | সংষ্কারের জন্য : 

১) নিকাশি ব্যাবস্থার উন্নয়ন , ২) স্থাণীয় দুধ পুকুর নিয়মিত পরিষ্কারের ব্যাবস্থা , ৩) এল ই ডি আলো লাগান , ৪) পদব্রজে আসা পুর্ণার্থীদের জন্য রাত্রি বাসের ব্যাবস্থা , ৫) বহুতলীয়  গাড়ী পার্কিং এর ব্যাবস্থা | ১০০০ আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহ নির্মাণ নিকাশি ব্যাবস্থা সংষ্কারের জন্য ৭৪ কোটি টাকা খরচ করবে রাজ্য |

 রাত্রিনিবাস নির্মাণের জন্য খরচ হবে ১ কোটি টাকা | সবমিলিয়ে এই কর্মসূচীর জন্য খরচ হবে ২০০ কোটি টাকা | এসমস্ত তথ্য আমাদের ওয়েব মাধ্যমকে জানান রাজ্যের পুর ও নগরউন্নয়ন  মন্ত্রি তথা তারকেশ্বর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment