পরিচালক করণ জোহরের আগামী ছবি ‘শিদ্দাত’-এ সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বদলে অভিনয় করতে পারেন মাধুরী দীক্ষিত বলেই সূত্রের খবর । যদিও এই ছবি নিয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন শ্রীদেবী।
করণের সঙ্গে মাধুরীর খুব ভালো সম্পর্ক। নতুন এ ছবিতে মাধুরী অভিনয় করতে চান কিনা-এ বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে শ্রীদেবীকে শ্রদ্ধা জানানোর জন্য এই ছবিতে অভিনয় করতে পারেন মাধুরী বলে মনে করছেন অনেকেই ।
‘শিদ্দাত’ ছবিটির বিষয়ে যাবতীয় পরিকল্পনা তৈরি করা হয়েছিল। দু-একমাসের মধ্যেই শ্যুটিং শুরু হওয়ার কথা। করণের ঘনিষ্ঠমহল সূত্রে শোনা যাচ্ছিল, শ্রীদেবীর অকালমৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে এই ছবির পরিকল্পনা বাতিল করে দিতে চাইছিলেন। তবে এখন সেই ভাবনা বদলে গেছে।
‘শিদ্দাত’- এ বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা ও আদিত্য রায় কাপূরও অভিনয় করবেন বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’-খ্যাত অভিষেক বর্মন।
করণের সঙ্গে মাধুরীর খুব ভালো সম্পর্ক। নতুন এ ছবিতে মাধুরী অভিনয় করতে চান কিনা-এ বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে শ্রীদেবীকে শ্রদ্ধা জানানোর জন্য এই ছবিতে অভিনয় করতে পারেন মাধুরী বলে মনে করছেন অনেকেই ।
‘শিদ্দাত’ ছবিটির বিষয়ে যাবতীয় পরিকল্পনা তৈরি করা হয়েছিল। দু-একমাসের মধ্যেই শ্যুটিং শুরু হওয়ার কথা। করণের ঘনিষ্ঠমহল সূত্রে শোনা যাচ্ছিল, শ্রীদেবীর অকালমৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে এই ছবির পরিকল্পনা বাতিল করে দিতে চাইছিলেন। তবে এখন সেই ভাবনা বদলে গেছে।
‘শিদ্দাত’- এ বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা ও আদিত্য রায় কাপূরও অভিনয় করবেন বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করবেন ‘টু স্টেটস’-খ্যাত অভিষেক বর্মন।
0 comments:
Post a Comment