এবার তিন দফায় রাজ্যের পঞ্চায়েত ভোট !!!



Indiapost24 Web Desk :  আর মাত্র একমাস, এপ্রিল কাটলেই মে-তে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। একপ্রকার নিশ্চিত  হয়ে ই  গিয়েছে দিনক্ষণ। রাজ্য সরকার ঘোষণা না করলেও মে মাসের প্রথম সপ্তাহেই ভোটের বিষয়টি চূড়ান্ত করে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে রাজ্য সরকারকে।

নির্ভরযোগ্য  সূত্রে জানা গিয়েছে, এবার তিন দফায় রাজ্যের পঞ্চায়েত ভোট করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সেই মোতাবেক- ৩, ৭ ও ১০ মে ভোট হতে পারে রাজ্যে। আর ভোটের ফলাফল ১৩ মে l চিঠিতে কোন দফায় কোন জেলায় ভোট হবে, তাও একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছে।

 প্রথম দফায় উত্তরবঙ্গের ৬টি জেলায় নির্বাচন হবে। আর দ্বিতীয় ও তৃতীয় দফায় ভোট হবে দক্ষিণবঙ্গে। তার মধ্যে দ্বিতীয় দফায় অর্থাৎ ৭ মে ভোট হবে মুর্শিদাবাদ-সহ ৬ জেলায়। বাকি জেলাগুলিতে ভোট হবে শেষ দফায় ১০ মে ... এই প্রস্তাবিত নির্ঘণ্টের সঙ্গে খুব বিশেষ পরিবর্তন হবে না বলেই বিশেষজ্ঞদের মত।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment