Indiapost24 Web Desk : রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে | কলকাতা কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমান ও | পরিবহণমন্ত্রী পরিবহনদপ্তরের ব্যয় বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন , শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে |
বুধ , শনি , ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ , বালুরঘাট , দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যাবহার করা হবে | তবে কোনও সরকারি কর্মসূচি থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে | দিঘা বা সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে , মালদহ আড়াই হাজার টাকা , বালুরঘাটের ভাড়া ৩ হাজার টাকা | পরিবহণমন্ত্রী বলেনঃ কলকাতা থেকে পুরুলিয়া , শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে |
এছারা কুচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালান হবে | টেন্ডার প্রক্রিয়া শেষ | মালদহ , বালুরঘাট , এবং পুরুলিয়া বিমানবন্দর গুলির পুনরায় কাজ চলছে |
0 comments:
Post a Comment