প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বোধ : অভিনেত্রী সোনম কাপুর

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতি শিকার নিয়ে নতুন একটি নিয়ম আনতে চলেছেন। সেই নিয়মে শিকারকে আইনি বৈধতা দেয়া হবে। ট্রাম্পের এমন পদক্ষেপের কারণে তাকে নির্বোধ বললেন অভিনেত্রী সোনম কাপুর।
 
আমেরিকার বিখ্যাত কমেডিয়ান এলেন ডিজেনরাস একটি পোস্ট করে এই আইনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আবেদন জানিয়েছেন। হ্যাশ ট্যাগ দেয়া হয়েছে #‌#‌বি কাইন্ড টু এলিফেন্টস। এই টুইটের পরেই পাল্টা টুইট করেছেন সোনম। সেখানে লিখেছেন, ‘যেকোনো পশু শিকারই ভারতে বেআইনি। আমেরিকা তো ভারতের থেকে এই বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ‌ট্রাম্প একেবারে নির্বোধ।’‌
 
যদিও এই প্রথম নয়, এর আগেও ট্রাম্পকে আক্রমণ করেছিলেন এই বলিউড সুন্দরী। দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে সরব হওয়ার তেমন কোনও ইতিহাস না থাকলেও আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে কড়া কথা বলতে ছাড়েননি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment