আগামীর জন্য গেরুয়া ডাইরিতে লিপিবদ্ধ হচ্ছে ঐ সব বাংলা পুলিশের নামগুলি যারা শুধু মাত্র রাজ্যে শাষকের হয়ে এক তরফা দালালি করছে : জয় ব্যানার্জী




মোস্তাক আহমেদ : ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের  হুগলি জেলার কিছু অংশ | এখানে বিজেপি ও স্থাণীয় তৃনমূল কর্মী ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে  পড়েন | পুলিশের ব্যাপক  মারধরে বেশকিছু বিজেপি কর্মি আহত হয় | এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা জয় ব্যানার্জী আমদের ওয়েব মাধ্যমে কে বলেন - ' আমাদের কাছে একটা গেরুয়া ডায়রি আছে ,এই ডায়রিতে রাজ্য সরকারের দালালি করছে যেসব  পুলিশ অফিসাররা তাঁদের  নাম লিখে রাখছি | একদিন না একদিন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে তখন এই সব পুলিশদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব ' |
আজ রাজ্য জুড়েই শ্যামাপ্রসাদের মূর্তিতে দুধ , গঙ্গার জল ঢেলে শুদ্ধিকরণের কর্মসূচী নিয়েছিল বিজেপির পশ্চিমবঙ্গ শাখা | তবে হাওড়ার মন্দিরতলায় শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধিকরণের কর্মসূচী নিৰ্বিঘ্নে পালিত হয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment