NNS (Dhaka) : বাংলাদেশের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম সংলগ্ন মায়নামারের আরাকান প্রদেশে রোহিঙ্গা গ্রামগুলিতে যাতে ভিটেছাড়া রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তুরা ফিরে আসতে না পারে সেজন্য সেই সব গ্রামে ঘাঁটি গেড়েছে মায়নামার সেনা। রাখাইন থেকে রোহিঙ্গাদের অস্তিত্ব মুছে ফেলতে এই রাস্তা নিয়েছে মায়নামার সেনা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ছবিতে এর প্রমাণ মিলেছে। ছবিতে দেখা গেছে যে, রাখাইনের চেকপোস্ট থেকে শুরু করে সেনা ব্যারাক গড়ে তুলেছে মায়নামার সেনা ।
0 comments:
Post a Comment