NNS : রিজার্ভ ব্যাঙ্ক কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে , গুরু গোবিন্দ সিংহের সাড়ে তিনশো বছরের জন্মসতবার্ষিকী পালন উপলক্ষ্যে এবং তাঁকে সম্মান জানাতে বাজারে সাড়ে তিনশ টাকার নতুন কয়েন আনবেন | সূত্রের খবর যে , এই কয়েনের পরিধি হবে ৪৪ মিলিমিটার | এর ৫০ শতাংশ রুপো , ৪০ শতাংশ তামা , ৫ শতাংশ নিকেল , ৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি করা হবে এই বিশেষ স্মারক কয়েনটি |
এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের বৈঠকে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে | কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের তরফে স্মারক কয়েন তৈরি করার জন্য এর আগেই রিজার্ভ ব্যাঙ্ককে পরামর্শ দেওয়া হয়েছিলো | গুরু গোবিন্দ সিংহের ৩৫০ তম জন্মসত বার্ষিকীতে এই কয়েন তৈরির সিদ্ধান্তে খুশি বিভিন্ন শিখ ধর্মীয় সংগঠন ও শিখ সামাজিক সংগঠন গুলি | পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত জেনে যঠেষ্ট খুশি |
0 comments:
Post a Comment