কৃষি দফতরের উদ্যোগে বাংলার লাভের ফল এখন স্ট্রবেরি !!!


Indiapost24 Web Desk : হোক না একটু আলাদা। কিন্তু ফল মিলেছে ভালই ।নতুন চাসে তা-ই চওড়া হয়েছে হাসি। রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে পরীক্ষামুলকভাবে স্ট্রবেরি চাষে লাভের মুখ দেখলেন চাষীরা। আগামী দিনেও এরা এগোতে চাইছেন বিকল্প চাষে। মাটির উপর ছোট ছোট সবুজ গাছ। কোনটায়  লাল টুকটুকে  পাকা, কোনটায়  আমার কাঁচা। থোকা থোকা ফলে আছে স্ট্রবেরি।
না, পাহাড়ি কোন এলাকা নয়। সোনালী রোদ ছড়ানো এই জমি হাওড়ার বাগনানের। 1 নম্বর ব্লকের গোপালপুরে কৃষি দফতরের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে করা হয় স্ট্রবেরি চাষ। আর তাতে কয়েক দিনের মধ্যেই লাভের মুখ দেখেছেন চাষীরা। এক বিঘা জমিতে প্রায় পাঁচ হাজারের মতো স্ট্রবেরি চাষ করা যায়। দক্ষিণবঙ্গের জমি আর  আবহাওয়া, স্ট্রবেরি চাষ নিয়ে প্রথম দিকে একটু হলেও চিন্তাই ছিলেন চাষীরা। সেই চিন্তা ঘুচেছে। সোনালী রোদ গায়ে মেখে এগিয়ে চলেছেন চাষীরা।  তাদের হাতেই এগিয়ে চলেছে সাধের স্ট্রবেরি চাষ
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment