কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ !!!


Indiapost24 Web Desk : মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছুই স্কুলগুলি কে নিয়ে কলকাতা পুলিশ  চালু করেছিল 'সুকন্যা' প্রকল্প । সেই প্রকল্পের সাফল্যের পর 2017 সালে বিধান নগর, বারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত 26টি  স্কুলে শুরু করা হয় এই প্রকল্প। এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে।
তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদন এই কৃতি সুকন্যা দের সংবর্ধিত করা হবে। প্রসঙ্গত, 2016 সালে 6 জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক বক্সিং  বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটির রুপোর  পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment