NNS : বিজেপি সভাপতি অমিত শাহ পরবর্তী লোকসভা নির্বাচনে অসম , ত্রিপুরা , মনিপুর , মেঘালয় , নাগাল্যান্ড , অরুণাচল প্রদেশ , মিজোরামের মত উত্তরপূর্বের রাজ্যগুলি থেকে মোট ২৫ টি লোকসভা আসনের মধ্যে ২১ টি আসন জিততে লক্ষ্যমাত্র তৈরি করেছেন . অসমের গুয়াহাটি , নওগাঁও , তেজপুর , মঙ্গলদৈ , বরপেটা , শিবসাগর , শিলং , করিমগঞ্জ সহ ১২ টি আসন জেতার লক্ষ্য করতে চলেছে গেরুয়া শিবির | তবে এরমধ্যে জোট সঙ্গী অগপ , বিপিএফও থাকছে |
অমিত শাহের লক্ষ্য মত ত্রিপুরার পালাবদলের পর ত্রিপুরা পূর্ব ও ত্রিপুরা পশ্চিম আসন জিততে বিজেপির বেগ পেতে হবে না এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল | মনিপুর , মেঘালয় , মিজোরাম , অরুণাচলপ্রদেশ , নাগাল্যান্ড থেকে সহযোগী দলগুলির সাহায্যে আরও সাতটি আসন বিজয়ী হওয়াকে লক্ষ্যমাত্রা করেছেন বিজেপির সবচেয়ে সফল রাজনৈতিক কৌশলবিদ অমিত শাহ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল |
উত্তরপূর্বের ২১ টা আসন জয়ের লক্ষ্যের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল শাসিত পশ্চিমবঙ্গেও অনেক আগে থেকে ই ২২ টি আসন জয়ের লক্ষ্য করে এগিয়ে যেতে চাইছে গেরুয়া শিবির | অমিত শাহের টুইটে সেই লক্ষ্যই ফুটে উঠেছে | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং , আলিপুরদুয়ার , বালুরঘাট , রায়গঞ্জ , কুচবিহার , জলপাইগুড়ি , দক্ষিণ মালদহের পাশে দক্ষিনবঙ্গের রাণাঘাট , বারাসত , কৃষ্ণনগর , বসিরহাট , মেদনীপুর , পুরুলিয়া , বর্ধমান , উলুবেরিয়া , জয়নগর , মথুরাপুর , কলকাতা উত্তরের মত আসনকে জয়ের লক্ষ্য করতে চাইছে গেরুয়া শিবির |
পশ্চিমবঙ্গের সিপিএমএর নেতৃত্বে বাম জোট , অন্যদিকে কংগ্রেস গুরুত্বহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক শক্তি হয়ে পড়ার ফলে পশ্চিমবঙ্গের সর্বত্র একদিকে তৃণমূল কংগ্রেস , অন্য দিকে বিজেপির রাজনৈতিক সমীকরণ তীব্র হয়ে উঠেছে | আগামী লোকসভা নির্বাচনের আগেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে সাড়া জাগানো বিকল্প শক্তি হয়ে উঠতে চলেছে শে বিষয়ে একমত রাজনৈতিক মহল |
তবে পর্যবেক্ষক মহল মনে করছেন যে ২০১৪ এর মত উত্তরভারত ও পশ্চিম ভারতে বিজেপির চমকপদ সাফল্যের পুনরাবৃতি ঘটান যাবে না বলেই মনে করে অমিত শাহ সহ বিজেপি নেতারা উত্তরপূর্ব ও পশ্চিমবঙ্গ থেকে ৪৩ টি আসন জেতার লক্ষ্যমাত্রা করতে চাইছেন |
0 comments:
Post a Comment