পুরনো নোট বদলের আবেদন তিরুপতি মন্দির কর্তাদের !!!


NNS : দক্ষিণ ভারতের প্রখ্যাত তিরুপতি মন্দির কর্তাদের কাছে ২৫ কোটি টাকা মূল্যের অচল নোট পড়ে  আছে | এই নোট লক্ষ লক্ষ পূর্ণার্থী প্রনামীর বাক্সে জমা দিয়ে গিয়েছিল | কিন্তু নোট গুলিকে কাজে লাগাতে ব্যার্থ তিরুপতি মন্দির কর্তারা | তাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে তিরুপতি মন্দির কর্তারা আবেদন জানিয়েছেন ঐ অচল নোট গুলি বদলে যেন নতুন নোট দেওয়া হয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment