শুরু হতে চলেছে মহিলা ফুটবল লিগ !!!


NNS : দ্বিতীয় বর্ষে পা রাখতে চলেছে ভারতীয় মহিলা লিগ |আগামী ২৫ শে মার্চ থেকে শিলংয়ে এই প্রতিযোগিতা শুরু হবে | প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন দল ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে খেলতে নামবে ইন্দিরা গান্ধী একাডেমি ফর স্পোর্টস ফর এডুকেশন | এই টুর্ণামেন্টে মোট সাতটি দল অংশগ্রহণ করতে চলেছে | প্রত্যেকেই একবার করে একে অপরের মুখোমুখি হবে | এদের মধ্যে চারটে দল সেমিফাইনালে উঠবে | আগামী ১২ ঐ এপ্রিল থেকে শুরু হবে সেমিফাইনাল যুদ্ধ | আগামী ১৫ ঐ এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment