পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের দোষী লালু প্রসাদ !!!


NNS : বিহারে পশুখাদ্য কেলেঙ্কারির আরো একটি মামলায় রাঁচির  সিবিআইয়ের বিশেষ আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছেন।এই নিয়ে পশু খাদ্য কেলেঙ্কারি  চতুর্থ মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হলো। এই রায় ঘোষণার পর রাষ্ট্রীয় জনতা দলের নেতা রঘু  বংশ প্রসাদ সিং  তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন যে, নরেন্দ্র মোদীও নীতীশ কুমারের মিল সত্যিই খুব সুন্দর। সুন্দর খেলা চলেছে।
দ্বিতীয়বার ও জগন্নাথ মিশ্র ছাড়া পেলেন আর লালুর জেল হয়ে গেল। রাষ্ট্রীয় জনতা দল মিথ্যা মামলায় লালুপ্রসাদের সাজা হয়েছে বলে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment