পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিজেপি !!!


স্নেহাশিষ মুখার্জি : 
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে হিংসা , সন্ত্রাসের বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি . কিন্তু আজ জোরাল ধাক্কা খেল বিজেপি , পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ অন্যান্য বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট | রাজ্য বিজেপির নেতৃত্বের করা আবেদনের প্রেক্ষিতে আজ একথা জানিয়ে দিয়েছে বিচারপতি আর কে আগরওয়াল  ও বিচারপতি অভয় মনোহর সাপ্রের ডিভিশন বেঞ্চ | 

এবিষয়ে কোন আবেদন থাকলে তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে করতে হবে বলে বিজেপি নেতৃত্বকে জানিয়েছে আদালত | আগামী ১ , ৩ , ও ৫ ঐ মে তিন দফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন | ৮ ঐ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে | মনোনয়ন তোলা ও জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ | খুন হয়েছে বিরোধী দলের কর্মী   | বিরোধিরা অনেক জায়গায় মনোনয়ন পত্র জমা দিতে পারেনি |

 আজও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পুলিশের সামনেই শাসকদল তৃনমূল , কংগ্রেস , বিজেপি , সিপিএম , কংগ্রেস সহ বিরোধিদের ওপর হামলা চালায় | বিরোধিরা এই সন্ত্রাসের জন্য শাসক দল তৃনমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছে | তাই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ ভাবে হতে পারে সেজন্য কেন্দ্ৰীয় বাহিনী মোতায়েন , অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়া সহ একাধিক ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য বিজেপি | 

গত ৫ ঐ এপ্রিল প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ জানিয়েছিল  , আদালত সেই আবেদন শুনবে | আজ সেই আবেদন শোনার পর শীর্ষ আদালত জানিয়ে দেয় পঞ্চায়েত নির্বাচনে কোন হস্তক্ষেপ করবেন না তাঁরা | এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছেই  বিজেপি নেতৃত্বকে আবেদন জানাতে বলেছে আদালত | আজ বিষয়টা নিয়ে আদালতে শুনানির সময় রাজ্যের এডভোকেট জেনারেল শীর্ষ আদালতকে জানায় , পঞ্চায়েত ভোট রাজ্যের বিষয় , তাই এব্যাপারে শীর্ষ আদালতের হস্তক্ষেপ করার এক্তিয়ার  নেই |

 এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ বলেছেন যে , সুপ্রিম কোর্টের রায় তাঁরা মেনে চলবেন | তিঁনি বলেছেন যে , পশ্চিমবঙ্গে বিজেপি মাঠে আছে , লড়াইয়ে আছে | সুপ্রিম কোর্টের আজকের রায়ে উজ্জিবিত শাসক তৃণমূল কংগ্রেস |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment