Indiapost24 Web Desk : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন | বিশ্বের যেখানে যত বাঙ্গালী আছে সবাইকে বলেছেন ' শুভ নববর্ষ '|
গতকাল এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জন সুলিভান বলেছেন , ' প্রেসিডেণ্ট ট্রাম্প ও মার্কিন জণগনের পক্ষ থেকে সব বাঙ্গালীর আনন্দময় নববর্ষ কামনা করছি ' | জন সুলিভান আরও বলেন , ' আমরা এই গুরুত্বপূর্ন দিন উদযাপনে ভারত , বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ' |
মার্কিন প্রশাসনের বিবৃতিতে বলা হয় , প্রেসিডেণ্ট ট্রাম্প ও মার্কিন জনগনের পক্ষ থেকে সব বাঙ্গালীর আনন্দময় নববর্ষ কামনা করছি | আমরা এই গুরুত্বপূর্ন দিন উদযাপনে ভারত সহ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই | ধর্ম - বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভযাত্রা , মেলা ও নাচ গানে সমৃদ্ধ ইতিহাস ও সংষ্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেন তিনি |
নববর্ষ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি |
0 comments:
Post a Comment