Indiapost24 Web Desk : শেষ পর্যন্ত্য নবান্নের হস্তক্ষেপে গ্রেপ্তার হলেন বিধাননগরের প্রমোটার | জানা গেছে যে , বিধাননগর ডি এ ১১৭ এর বাসিন্দা বৃদ্ধা সুচিত্রা বক্সীর সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল প্রমোটর বিশ্বদীপ চক্রবর্তী | অবশেষে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের হস্তক্ষেপে গ্রেপ্তার করা হল বিধাননগরের প্রমোটর বিশ্বদীপ চক্রবর্তীকে |
ঐ প্রমোটর সুচিত্রা বক্সীকে প্রতারণা করেছে বলে ২০১৫ র জানুয়ারির ৫ তারিখে বিধাননগর উত্তর থানায় এফ আই আর দায়ের করেন ঐ বৃদ্ধা | শেষপর্যন্ত্য নবান্নের পরামর্শে গ্রেপ্তার করা হল ঐ প্রভাবশালী প্রোমোটারকে |
0 comments:
Post a Comment