Indiapost24 Web Desk : পূর্ব রেলের দমদম ক্যান্টনমেন্টে রেল লাইন এর ধার থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে তাজা বোমা | এখনো পর্যন্ত্য ২৯ টি তাজা বোমা উদ্ধার করেছে বম্ব স্কোয়ার্ড | এখন তল্লাশি চলছে |
ঘটনায় ব্যারাকপুরে কমিশনারেট রিপোর্ট তলব করেছে | সকালে দমদম ক্যান্টনমেন্টে লালপুল রেল লাইনের ধারে কাগজ কুড়োতে গিয়ে এক ব্যাক্তি কৌতূহলবশত একটি কৌটো হাতে তুলে নেন | বিষ্ফোরণে এক ব্যাক্তি নিহত হন |
0 comments:
Post a Comment