বামেদের পিছনে ফেলে দিলো তৃণমূল কংগ্রেস !!!


Indiapost24 Web Desk :পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 1978 থেকে 2008 পর্যন্ত হওয়া রেকর্ড 2018 তে একেবারেই ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস| সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 1978 থেকে 2008 পর্যন্ত 30 বছরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবমিলিয়ে জয়ী হয়েছিলেন প্রায় 23185 জন প্রার্থী|

 2018 তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কুড়ি হাজারের বেশি তৃণমূল প্রার্থী| স্বাভাবিকভাবেই সিপিএম তথা বামেদের অনেক পিছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment