নারায়নগড়ে হাতির হামলা !!!


NNS : আবার  পশ্চিমবঙ্গে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির| মৃতের  নাম ভোলানাথ সিং  (60) |আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের  রতনপুর এলাকায় ঘটনাটি ঘটে |

 অপরদিকে বেলদায় হাতির হানায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন| বন  দফতর সূত্রে খবর, গতকাল দফায় দফায় রতনপুর এলাকায় একাধিক হাতি ঢুকে পড়ে| বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ায় হাতি গুলি| প্রতিবেশী ঝাড়খনড থেকে হাতি গুলি পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে ঢুকেছে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment