মোদিকে নালিশ দলিত বিজেপি এমপি-র !!!


NNS : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি যোগী আদিত্যনাথের নালিশ করলেন উত্তরপ্রদেশের দলিত বিজেপি সাংসদ| তিনি উত্তরপ্রদেশের রবার্টসগঞ্জের এম পি  ছোটেলাল খারোয়ার | মোদিকে চিঠি লিখে আদিত্যনাথ তার প্রতি বৈষম্য করেছেন, তার অভিযোগের ব্যাপারে বিন্দুমাত্র কর্ণপাত করছে না, তাকে 'বকাঝকা করে ধাক্কা মেরে বের করে দেয়া হয়েছে' বলে ও চিঠিতে  তিনি দাবি করেছেন| মোদির কাছে বিজেপির দলিত সাংসদের চিঠি নিয়ে এখন রাজনৈতিক মহলে তুলকালাম চলছে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment