কল্যাণের ইমেলের - চাপেই সিদ্ধান্ত প্রত্যাহারে নির্বাচন কমিশন !!!


Indiapost24 Web Desk : পঞ্চায়েত  নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে চাপে ফেলে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের  গতরাতে করা একটি ইমেইল| কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইমেইলটি করেন নির্বাচন কমিশনে| কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে, 'কমিশনের গতকালের বিজ্ঞপ্তি বেআইনি| রাত 11 টা 46 মিনিটে আমি মেইল করি| কমিশনের বিজ্ঞপ্তিতে বেআইনি তা মেলে জানাই| কিভাবে আইন লঙ্ঘিত হয়েছে, তাও জানাই| অবিলম্বে বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা বলেছি| এরপরই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রত্যাহার করেন|' 

মনোনয়ন জমা দেওয়ায় বাড়তি সময়সীমার নির্দেশিকা বাতিল করেছে নির্বাচন কমিশন| কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিজেপি| কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ রাজ্য বিজেপি হাইকোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে তারা| রাজ্য বিজেপির সম্পাদক রীতেশ  তিওয়ারি জানিয়েছেন ওটা মমতা কমিশন , নির্বাচন কমিশন নয়| তুমুল সমালোচনা এসেছে  সিপিএম, কংগ্রেসের কাছ থেকেও|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment