বিরোধী প্রার্থীর দুই ছেলেকে অপহরণ !!!

Indiapost24 Web Desk : আজ সকালে অতি বাম ও নকশাল  পন্থীদের নিয়ন্ত্রিত  জমি  জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি  ভাঙ্গরের দক্ষিণ গাজিপুরের  102 নাম্বার  সংসদের প্রার্থী  ফাতিমা বিবির দুই  ছেলেকে অপহরণের  অভিযোগ ওঠে আরাবুল ইসলাম ও তাঁর দলবলের  বিরুদ্ধে | 

আরাবুল ইসলামের দলবল নাবালক নাজিবুল   ও রিয়াজুল  এর মাথায় বন্দুক  ঠেকিয়ে খুনের হুমকি  দেয় বলে অভিযোগ | যদিও আরাবুল ইসলামের  ঘনিষ্ট মহল এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন  |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment