Indiapost24 Web Desk : পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই মনোনয়ন ঘিরে ধারাবাহিক অশান্তি চলছে গোটা পশ্চিমবঙ্গে | মারধর , গুলি , বোমাবাজি , রক্তপাত এমনকি সাংবাদিক অপহরণ তো ছিলই | এবার তৃনমূল কর্মীর নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস কর্মিদের বিরুদ্ধে |
মালদহের ইংরেজবাজার থানার কোতোয়ালি এলাকার ঘটনা | যদিও মালদহ জেলা কংগ্রেসের তরফে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে জানান হয় যে , এই ঘটনা তৃনমূল কংগ্ৰেসের গোষ্ঠিদন্ধের ফল শুধু শুধু কংগ্ৰেসের নাম করা হয়েছে |
0 comments:
Post a Comment