অনশনে বসতে চলেছে প্রবীণ তোগারিয়া !!!


NNS : বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব থেকে সরে আসার পর প্রবীন তোগারিয়া , রাঘব রেড্ডিরা এবার নরেন্দ্র মোদী অমিত শাহেদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধে নামতে চলেছেন | বিশ্ব হিন্দু পরিষদ থেকে মোদীর কঠোর সমালোচক প্রবীণ তোগারিয়া রাঘব রেড্ডি ও তাঁদের অনুগামীরা এবার সরাসরি সংঘাতের রাস্তায় নামতে চাইছেন | কাল থেকে আমেদাবাদে লাগাতার অনশন আন্দোলনে নামছেন তোগারিয়া | 

গুজরাটে তাঁর অনুগামীরা এখন মোদি অমিত সাহদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চলেছেন | তোগারিয়া শিবিরের সঙ্গে কংগ্ৰেসের গোপন যোগ আছে , বিগত গুজরাট বিধানসভা ভোটে তোগারিয়া শিবির নাশকতা চালায় বলে পাল্টা অভিযোগে সরব গুজরাট বিজেপি নেতারা | কাল থেকে তোগারিয়ার অনশন আন্দোলনের দিকে তাকিয়ে বিরোধী শিবিরও |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment